মুন্সীগঞ্জের গো-খাদ্য ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেফতার ১

মুন্সীগঞ্জ সংবাদদাতা
১১ সেপ্টেম্বর ২০২৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে গো-খাদ্য ব্যবসায়ী সত্য রঞ্জন দত্ত হত্যা মামলায় জড়িত অভিযোগে মো. নূরু (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

তথ্য প্রযুক্তির সহায়তায় ৯ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)- মুন্সিগঞ্জের একটা টিম।

মো. নূরু শ্রীনগর উপজেলার জশুরগাও গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়. গত ১ ফেব্রুয়ারি রাতে শ্রীনগর বাজারের গো-খাদ্য ব্যবসায়ী সত্য রঞ্জন দত্তকে হত্যা করা হয়। পরে নিজের বাড়ির সামনের পুকুরে কচুরিপানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২ ফেব্রুয়ারি শ্রীনগর থাকায় অজ্ঞাতনামাদের আসামি দেখিয়ে একটি হত্যা মামলা হয়।  হত্যার কারণ ও হত্যাকান্ডে জড়িতদের বিষয়ে কেউ কিছু বলতে না পারায় এটা ছিল ক্লুলেস মামলা।

মামলাটি প্রথমে থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীর তদন্তের দায়িত্ব পায় সিআইডি মুন্সীগঞ্জ। গোপন তদন্ত চলমান অবস্থাতেই ঘটনায় জড়িত থাকার যথেষ্ট কারণ থাকায় মো. নুরুকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করা হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নুরুকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার রহস্য উদঘাটনের জন্য তার বিষয়ে আদালতের কাছে রিমান্ড আবেদন করেছে সিআইডি।

 

বিডি/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর