মন্তব্য
২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী বিদ্যা বালান। দেখতে দেখতে তাদের সংসার আট বছর হয়ে গেলো। বিদ্যা জানান, তারা সুখেই রয়েছেন।
বিদ্যার ভাষ্য, 'বিয়ের পর অনেকেই নিজের সঙ্গীকে টেকেন ফর গ্রান্টেড করেন। অর্থাৎ ভেবেই নেন, সঙ্গীকে যথাযথ গুরুত্ব বা সময় না দিলেও চলবে। এই বিষয়টি খুব ভয়ঙ্কর।'
তিনি মনে করেন, এমনটা ঘটতে থাকলে দাম্পত্য নিয়ে বিশেষ আগ্রহ ও আনন্দ বিদায় নেয়। তাই সঙ্গীকে টেকেন ফর গ্রান্টেড না করে, গুরুত্ব দিলেই একটি বিয়ে সফল হয়।
বিদ্যা আরও বলন, 'আট বছরে আমি বুঝেছি, সঙ্গীকে টেকেন ফর গ্রান্টেড করা উচিত নয়। সেটি করলে দাম্পত্য একঘেঁয়ে লাগতে থাকে।'