ফ্রান্সের সঙ্গে দুই চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৩

বঙ্গবন্ধু- স্যাটেলাইট এবং বাংলাদেশের নগর অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ে (পিএমও) চুক্তি সই হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতি ছিলেন।

বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব শরিফা খান এজেন্স ফ্রান্সেইস দো ডেভেলপমেন্ট (এএফডি)’ কান্ট্রি ডিরেক্টর বোনুই শসেত নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে প্রথম চুক্তিটিতে স্বাক্ষর করেন। দ্বিতীয় চুক্তিটিতে সই করেন বিএসসিএল চেয়ারম্যান . শাহজাহান মাহমুদ স্পেস সিস্টেম, এয়ারবাসের সেলস মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ভেসভাল।

এদিকে এদিন ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের নীতি প্রণয়নের সার্বভৌমত্বকে সম্মান সমর্থন জানিয়েছে ফ্রান্স। বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে  সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে নিশ্চিত করেছে ফ্রান্স। সেই সঙ্গে কৌশলগত সুরক্ষা অবকাঠামো বিনির্মাণে উন্নত বিশেষায়িত কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর