জাতীয় নির্বাচনের দিনক্ষণ যতোই ঘনিয়ে আসছে, নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে ততোই অনিশ্চয়তার রেখা ফুটে উঠছে। বিএনপিসহ সমমনা দলগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে আন্দোলনে মাঠে আছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সঙ্কট সমাধানের বিকল্প কিছু দেখছে না রাজনীতি বোদ্ধারা। এদিকে নির্বাচন কমিশনের (ইসি) তরফ থেকে বলা হয়েছে, এখন নতুন করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক বা সংলাপের চিন্তাভাবনা করছে না তারা। বরং সংবিধান ও রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।
সোমবার (১১ সেপ্টম্বর) নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর সাংবাদিকদের বলেন, সামনে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ অনুযায়ী যখন যে প্রস্তুতি নেওয়া দরকার, সেভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ মুহূর্তে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার কোনও চিন্তা-ভাবনা নেই ইসির। তবে ১৩ সেপ্টেম্বর নির্বাচন নিয়ে সুধীজনদের সঙ্গে বৈঠক করবে তারা।
রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন মো. আলমগীর। সুধীজনদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন- নির্বাচন নিয়ে যারা চিন্তা-ভাবনা করেন বা বিভিন্ন সময় নির্বাচন করেছেন, তাদের কাছ থেকে ইসির কায্যক্রম বিষয়ে ফিডব্যাক নেওয়া হবে। ইসির করা কাজের বিষয়ে তাদের মতামত কী, তাদের কোনও গুড সাজেশন থাকলে, ভালো নির্বাচনের জন্য আরও করণীয় বিষয়— এগুলোই শোনা হবে।
রাজনৈতিক সংলাপ ইসির বিষয় না উল্লেখ করে নির্বাচন কমিশনার আলমগীর জানান, সংবিধান ইসিকে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার কোনও সুযোগ দেয়নি। সংবিধানের বাইরে কিছু করার এখতিয়ার নেই ইসির। তিনি জানান, বিষয়টা রাজনৈতিক। রাজনৈতিক দলগুলো বিষয়টা দেখবে, কিছু করার আছে কি-না।
বিডি/এন/এমকে