নীলফামারী বিআরটিএ অফিসে দুদকের অভিযান

নীলফামারী প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৩

সেবা প্রদানে অতিরিক্ত টাকা আদায়, সেবা প্রত্যাশীদের হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে নীলফামারী বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অভিযান শুরু হয়, চলে ঘন্টা। অভিযান চলাকালে অতিরিক্ত টাকা আদায়সহ কয়েকটি অভিযোগের সত্যতা পেয়েছে দুদক।

দুদকের টিমে রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ, উপসহকারী পরিচালক একেএম নুরে আলম সিদ্দিকি, উপসহকারী পরিচালক মোমিন উদ্দিন প্রমুখ ছিলেন।

দুদকের রংপুরের সহকারী পরিচালক হোসাইন শরীফ বলেন, এখানে বেশ কিছু অভিযোগের সত্যতা পেয়েছি আমরা। সব বিষয়ে রিপোর্ট করা হবে। যেহেতু এটি এনফোর্সমেন্ট অভিযান। জন্য আমরা কাউকে আটক করিনি।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর