সিলেট মহানগরীর মিরাবাজারের দাদা পীর মাজার সংলগ্ন বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে রুমেল সিদ্দিক নামে একজন মারা গেছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। রুমেল সিদ্দিক ওই স্টেশনের ব্যবস্থাপক ছিলেন, সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা। রুমেল সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি ভাল্ব বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে ৯ জন দগ্ধ হন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে তিনজনের অবস্থা ছিল আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরের দিন দগ্ধদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। সেখানে প্রায় ৬দিন চিকিৎসাধীন থাকার পর রুমেল সিদ্দিক মারা যান।
বিডি/সাকিব আল মামুন/সি/এমকে