বঙ্গবন্ধু টানেলে যানবাহন চলাচল শুরু ২৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৩

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহু প্রতীক্ষার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে ২৯ অক্টোবর সকালে ১০টা থেকে যানবাহন চলাচল শুরু হবে। তার আগে আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামে গিয়ে টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর হোসেন। তার আগে টানেলের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সভা করেন তিনি।

মনজুর হোসেন বলেন,  এ ট্যানেলের প্রি-কমিশনিং থেকে শুরু করে নিরাপত্তার ব্যবস্থা সবগুলো দেখা হয়েছে। আশা করছি ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেল উদ্বোধন করার পরদিন থেকে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন।

সেতু মন্ত্রণালয়ের সচিব জানান, টানেলে কোন ধরণের যানবাহন চলবে সেটা ইতোমধ্যেই নির্ধারিত করা হয়েছে। টোলও নির্ধারণ করা হয়েছে। টানেলে ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলতে পারবে। মুহূর্তে দুই বা তিন চাকার গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলেই ইঙ্গিত দেন সেতু সচিব।

ইমার্জেন্সি গাড়ি প্রশাসনের অন-ডিউটিরত গাড়িকে টোলের আওতায় আনা হবে না। আর সবাইকে টোল দিতে হবে- যোগ করেন মনজুর হোসেন।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর