প্রণোদনার সার ও বীজে মাসকালাই আবাদ করবেন ২শ’ কৃষক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৩

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাওয়া সার ও বীজে মাসকালাই ডালের আবাদ করবেন পাবনার চাটমোহরের ২শ’ কৃষক। মঙ্গলবার( ১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি অধিদফতর থেকে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ সারসহ মাসকালাই ডালের বীজ তুলে দেওয়া হয়েছে।

তালিকাভুক্ত ২শ’ কৃষকের প্রত্যেকে পেয়েছেন ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার। মাসকালাই ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-২ মৌসুমে এ প্রণোদনা দেওয়া হয়।

এদিকে উপজেলা পরিষদের চত্বরে এ সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশীদ প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়ন মিলে এ ২শ’ কৃষকের তালিকা করা হয়েছে। ১৫ কেজি সারের মধ্যে ডিএপি ১০ কেজি, বাকি ৫ কেজি পটাশ।

 

বিডি/সি/এমকে


মন্তব্য
জেলার খবর