ঢালিউড কিংখ্যাত শাকিব খানের পারিশ্রমিকের দাবিতে বিপদে পড়েছেন এক নির্মাতা। এ কারণে একটি সিনেমার কাজও প্রায় বন্ধ হওয়ার পথে।
ঢালিউডের পরিচালক বদিউল আলম জানিয়েছেন পারিশ্রমিকের পুরো টাকা পরিশোধের পরও সেই টাকায় আর কাজ করতে চাচ্ছেন না শাকিব খান। তাদের মাঝে চুক্তি ভুলে শাকিব খান আরও ৬০ লাখ অর্থাৎ ১ কোটি টাকা দাবি করেছেন।
নির্মাতা বদিউলের ‘নীল দরিয়া’ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করার কথা ছিল শাকিব খানের। কিন্তু পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ায় এই নির্মাতা আর তাকে নিয়ে কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন।
পরিচালক বদিউল এক গণমাধ্যমকে জানান, প্রায় ৬ মাস আগেই শাকিবকে তার পারিশ্রমিক দিয়ে দেন তিনি। পারিশ্রমিক নিয়েও সে টাকা নির্মাতাকে ফেরত দিয়েছেন শাকিব। নির্মাতা জানান, ৪০ লাখ নয়, ১ কোটি টাকার বিনিময়ে তিনি এখন থেকে সিনেমায় অভিনয় করবেন।
সংবাদ মাধ্যমে পরিচালক আরও জানান, তার ‘নীল দরিয়া’ সিনেমার কাজ আগেই শেষ হয়ে যেত। ওই সময় শাকিব ‘প্রিয়তমা’ সিনেমার কাজ করার জন্য তার সিনেমার শুটিং পিছিয়েছি। এখন ‘প্রিয়তমা’ সিনেমা হিট হওয়ায় আর আগের পারিশ্রমিকে কাজ করতে চাইছে না তিনি।
শাকিবের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে পরিচালক বলেন, সে যখন আমার সিনেমায় চুক্তিবদ্ধ হয় তখন তার পারিশ্রমিক ছিল ৩৫ থেকে ৫০ লাখের মধ্যে। আমরা তাকে একটু বেশি দিয়ে ৪০ লাখ টাকায় চুক্তিবদ্ধ করি। এখন সে ‘প্রিয়তমা’ সুপারহিট হওয়ায় পারিশ্রমিক বেশি চাইছে। সিনেমা ফ্লপ হলে কি আমার দেয়া ৪০ লাখ টাকার ২০ লাখ ফিরিয়ে দিত শাকিব?