ডেঙ্গু প্রতিরোধসহ সব ক্ষেত্রেই সরকার ব্যর্থ বলে দাবি করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে এটাও বলেছেন, বাকশালী এ সরকার ডেঙ্গুর চেয়েও ভয়াবহ। এ দানব সরকারকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ আহবান জানান। রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।
মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মেয়র দু’জন ডেঙ্গু মশা নিধনের নামে যে ওষুধ সরবরাহ করেছে; সেখানেও চুরি করেছে। তাদের প্রধান লক্ষ্যই চুরি। তিনি জানান, একদিকে ডেঙ্গু আক্রান্ত মানুষ মারা যাচ্ছে, না খেয়ে আছে মানুষ। অন্যদিকে নাচ-গানের মাধ্যমে বিদেশিদের স্বাগত জানানো হচ্ছে। দেশের মানুষকে চিকিৎসা দিতে পারছে না সরকার। অথচ কমিশন খাওয়ার লক্ষ্যে ১০টি এয়ারবাস কেনা হচ্ছে। স্যাটেলাইট-২ কেনার পাঁয়তারা করছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন।
বিডি/আরডি/এমকে