দেশে খাদ্যশস্যের ঘাটতি নেই, মজুদ সাড়ে ১৮ লাখ টন

নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২৩

বর্তমানে দেশে খাদ্য ঘাটতি নেই। সরকারি গুদামে ১৮ লাখ ৫৪ হাজার ৪১০ মে. টন খাদ্যশস্য মজুদ আছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বিবিএসের বরাত দিয়ে খাদ্যমন্ত্রী সংসদকে জানান, গত অর্থবছরে (২০২২-২৩)  আউশ ২৯.০১ লাখ মে. টন আমন ১৫৪.২৬ লাখ মে. টন উৎপাদিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে সম্ভাব্য বোরো উৎপাদন ২০৭.২২ লাখ মে. টন এবং গম উৎপাদন ১১.৬০ লাখ মে. টন।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যা ১৬.৯৮ কোটি হলে (প্রাক্কলিত) তাদের জন্য খাদ্যশস্যের প্রয়োজন হয় মোট ২১৮.০৪ লাখ মে. টন (চাল ২০৩.৮৪ লাখ মে. টন এবং গম ১৪.১৯ লাখ মে. টন)। এ চাহিদা গত অর্থবছরে উৎপাদিত খাদ্যশস্যের চেয়ে কম। দেশে জনসংখ্যা বৃদ্ধির হার .২২ বিবেচনায় চলতি বছর জনসংখ্যা দাঁড়াবে ১৭.১৮ কোটি (প্রাক্কলিত) সেক্ষেত্রে খাদ্যশস্যের চাহিদা থাকবে ২২০.৬০ লাখ মে. টন। চলতি অর্থ বছরে খাদ্যশস্যের উৎপাদন পূর্ববর্তী বছরের মতো হলেও খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই। সরকারি গুদামে মজুদ খাদ্যশস্যের মধ্যে ১৬,৬০,৬৫১ মে: টন চাল ,৯৩,৭৫৯ মে: টন গম রয়েছে।

 

বিডি/এন/এমকে

 

 


মন্তব্য
জেলার খবর