২০৩০ সালের মধ্যে জার্মানি ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজারে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ হিসেবে তিনি জানান, এ সময়ের মধ্যে দেশের সচ্ছল জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে প্রায় সাড়ে তিন কোটি।
বুধবার (১৩ সেপ্টেম্বর) কমনওয়েলথ্রেট এন্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান থেকে কমনওয়েলথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশের অবস্থান প্রায় ৩০০ কোটি মানুষের বাজারের কেন্দ্রস্থল। দেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিদ্যমান। সরাসরি বিনিয়োগের প্রায় ৭০ শতাংশই আসে পূনঃবিনিয়োগ থেকে। ভবিষ্যতে এ দেশে অনুকূল বিনিয়োগ করার পরিবেশকে আরও সহজ করে তুলবে।
তার সরকার বিভিন্ন দেশের সঙ্গে প্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির চেষ্টা করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের উপর সর্বদা গুরুত্বারোপ করা হয়। ২০৪১ সালের মধ্যে শক্তিশালী অর্থনীতি এবং স্মার্ট বাংলাদেশ গড়ার সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার।
বিডি/এন/এমকে