৬০ বিঘার বেশি জমির মালিক হওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৩

কোনো ব্যক্তি একক নামে ৬০ বিঘার (এক বিঘা সমান ৩৩ শতাংশ) বেশি জমির মালিক হতে পারবেন না। এর বেশি থাকলে অতিরিক্ত জমি সরকার অধিগ্রহণ করতে পারবে। তবে সমবায় সমিতিসহ রফতানিমুখী শিল্প কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্প, ওয়াকফ ধর্মীয় ট্রাস্টের ক্ষেত্রে বিধান প্রযোজ্য হবে না।

সংসদে সদ্য পাস হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন, ২০২৩নিয়ে বুধবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তথ্য জানান ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন হয়।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি ৬০ বিঘার বেশি হলে নিজের পছন্দ অনুসারে ৬০ বিঘা জমি রাখতে পারবেন ভূমির মালিক। অবশিষ্ট জমি বিধির মাধ্যমে ক্ষতিপূরণের বিনিময়ে খাস করতে পারবেন। ৬০ বিঘার বেশি থাকলে বিক্রিও করে দেওয়া যাবে।

ভূমি সংক্রান্ত স্বয়ংক্রিয় ডেটাবেজে মাধ্যমে সরকার ব্যক্তি মালিকাধীন জমির হিসাব রাখবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বলা হয়ে, আলাদা স্থানে কিছু কিছু করে কিনলেও ডেটাবেজে মোট জমির পরিমাণ জানা যাবে। আলাদা জায়গায় কিছু কিছু করে কিনে ফাঁকি দেওয়া যাবে না, ডেটাবেজে সব চলে আসবে। এ আইন না মানলে এক লাখ টাকা জরিমানা অথবা এক মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রাখা হয়েছে- যোগ করেন ভূমিমন্ত্রী।

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর