দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন অলরাউন্ডার সাকিব

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৩

 

এশিয়া কাপ খেলার মাঝপথে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। জাতীয় সংসদে  প্রধানমন্ত্রীর লবিতে এ সাক্ষাৎকালে তাঁদের দু’জনের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সেটা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে সংসদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন সাকিব।

এদিকে প্রধানমন্ত্রীর লবিতে তাঁর অপেক্ষায় থাকা সাকিবকে অনেকটা সময় একা পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রধানমন্ত্রী সংসদ ভবনে প্রবেশ করেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় তার। ২০ মিনিট পর সাকিব প্রধানমন্ত্রীর লবি থেকে বেরিয়ে আসেন।

বিভিন্ন সূত্রে আভাস পাওয়া গেছে, জাতীয় নির্বাচনে সাকিব প্রার্থী হতে চাচ্ছেন তার এলাকায়। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে পারেন তিনি।

 

বিডি/এস/এমকে


মন্তব্য
জেলার খবর