সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় বিগত ১৪ বছরে দেশে মাথাপিছু আয় চার গুণ বেড়েছে। ১৪ বছর আগের ৬৮৬ মার্কিন ডলার থেকে ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ৭৬৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে এ আয়। এ সময়ে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, করোনাকালীন ২০১৯-২০ অর্থবছরে ৩ দশমিক ৪৫ শতাংশ প্রবৃদ্ধি হয়। কিন্তু পরবর্তী বছরেই উচ্চ প্রবৃদ্ধিতে ফিরে আসে দেশে। ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে যথাক্রমে ৬ দশমকি ৯৪ ও ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
জিডিপির আকারে ২০০৮-০৯ অর্থবছরে বিশ্বের ৬০তম বৃহৎ অর্থনীতির দেশ ছিল বাংলাদেশ । কিন্তু ১৪ বছরের ব্যবধানে পরিণত হয়েছে ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশে। তাছাড়া ২০১৫ সালে বিশ্বব্যাংকের মানদণ্ড অনুযায়ী বাংলাদেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০২১ সালে জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ।
বিডি/ই/এমকে