রাজধানীতে ফের আগুন, পুড়ে ছাই বহু দোকান

রবি
১৪ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বহু দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গছে। ব্যবসায় প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক ব্যবসায়ী।

 

বঙ্গবাজার ও নিউমার্কেটের পর এবার আগুনে পুড়ল রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট। এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। সর্বশেষ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।

 

আগুন নিয়ন্ত্রণে একসাথে কাজ করেছে পুলিশ, র‌্যাব ও বিজিবি। তবে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বহু দোকানের মালামাল পুড়ে গেছে।

 

রাত পৌনে ৪ টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, সময় বাড়ার সাথে সাথে আগুনের তীব্রতাও বাড়ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বাড়ছে। ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর