লিবিয়ার দেরনা শহরে প্রলয়ংকরী ঝড় ও জলোচ্ছ্বাসে নিহতের সংখ্যা বেড়েই চলেছে।
এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে
এ খবর জানানো হয়েছে।
গার্ডিয়ান জানিয়েছে, রোববার লিবিয়ায় ঝড় ও জলোচ্ছ্বাসে সমুদ্রে ভেসে যায
হাজারও মানুষ। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এখনো সমুদ্রের তীরে ভেসে আসছে একের পর এক
লাশ। এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও লিবিয়ার কর্তৃপক্ষ
বলছে আরও ১০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
দেশটির আল-বায়দা মেডিকেল কলেজের পরিচালক আব্দুল রহিম মাজিক মৃতের সংখ্যা
২০ হাজারে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন।
গার্ডিয়ান জানিয়েছে, দেরনা শহরের রাস্তা-ঘাটে এখনও মৃতদেহ পড়ে থাকতে দেখা
যাচ্ছে। ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতে দেরনার অসংখ্য পরিবারের সব সদস্যই মারা গেছেন।
বেশ কিছু বিচ্ছিন্ন গ্রামীণ জনপদ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ অবস্থায় কত সংখ্যক
মানুষের মৃত্যু হয়েছে তা সঠিকভাবে এখনই বলা সম্ভব
নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরআই