মন্তব্য
কুয়েতে আকামা নবায়নে নতুন আইন চালু করা হয়েছে। বিদ্যুৎ বিল, পানির বিল কিংবা পোস্ট অফিসসহ সরকারি যে কোনো বিল বকেয়া থাকলে আকামা নবায়ন করা যাবে না এ আইনে।
গত ১০ সেপ্টেম্বর নতুন আইনটি কার্যকর হয়েছে। আইনটি জানার কারণে আকামা নবায়ন করতে গিয়ে বিপাকে পড়ছেন দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীরা।
এর আগে ১ সেপ্টেম্বর আরেকটি আইন চালু করে কুয়েত সরকার। এ আইন অনুযায়ী বিদ্যুৎ বা পানির বিলসহ কোনো জরিমানা থাকলে সেটা নিষ্পত্তি না হওয়ার আগে কোনো প্রবাসী কুয়েত ত্যাগ করতে পারবেন না। তাছাড়া আরেকটি আইনে ট্রাফিক জরিমানা পরিশোধ ব্যতীত কোনো প্রবাসীকে কুয়েত ত্যাগের অনুমতি দেয়া হচ্ছে না। এসব আইন কার্যকরের পর এখন পর্যন্ত শুধুমাত্র বিদ্যুতের সাত লাখ দিনার বকেয়া বিল আদায় হয়েছে অভিবাসীদের কাছ থেকে।
বিডি/আইডি/এমকে