সিলেটে বাড়িতে ডাকাতি, বেশ কয়েকজন আহত

সিলেট প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩

সিলেটের দক্ষিণ সুরমায় ইফতেখার গণি তাজেল নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় বাড়ির বেশ কয়েকজন আহত হয়েছেন।

 বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সিলাম ইউনিয়নের সিলাম টিকরপাড়া গ্রামে ঘটনা ঘটে।  

জানা যায়, / জনের মুখোশধারী ডাকাত দল লোহার রড, রামদা ছুরি নিয়ে বাসায় ঢোকে। এ সময় বাড়ির লোকদের আঘাতসহ জিম্মি করে আলমারি থেকে স্বর্ণ, নগদ টাকা মোটরসাইকেলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন, খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাসুদ রানা, ডিসি (দক্ষিণ) সোহেল রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

বিডি/সাকিব আল মামুন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর