নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েলের নামে টাঙ্গানো ৪০ থেকে ৫০টি ব্যানার-বিলবোর্ড কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ব্যানার-বিলবোর্ডগুলোতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরাসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসন থেকে তার মনোনয়ন প্রত্যাশা করার কথা উল্লেখ ছিল।
বুধবার রাতের এ ঘটনায় রাণীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। জানা গেছে, উপজেলার সদরের রেলগেট, ত্রিমোহনী বাজারসহ বিভিন্ন এলাকায় এ সব ব্যানার-বিলবোর্ড ছিল।
অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েল জানান, আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র জনগণের মাঝে তুলে ধরতে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে আমি মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যানার-বিলবোর্ড লাগিয়েছিলাম। আমি মনে করছি একটি মহল সেই সব ব্যানার-বিলবোর্ড কেটে ফেলে আমার প্রচার-প্রচারণায় বাঁধা সৃষ্টি করছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি/সি/এমকে