ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হওয়ার আহবান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৩

ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশার হাত থেকে রক্ষা পেতে দেশের মানুষকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে এবং মশার হাত থেকে বাঁচতে হলে মশারি ব্যবহারের পাশাপাশি ঘরবাড়ি পরিষ্কার রাখতে হবে। মশা মেরে শেষ করা যাবে না, নিজেরাও সচেতন হতে হবে।

রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে  আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। সেই সঙ্গে বিএনপিসহ বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, সারের জন্য আন্দোলন করায় ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছে খালেদা জিয়া। অথচ এখন কৃষকের ঘরে সার পৌঁছে যায়। তাদের কৃষি উপকরণ কার্ড দেওয়া হয়ে, এটা দিয়ে কৃষি উপকরণ কিনতে পারেন তারা। জেলেদের ৪০ কেজি করে চাল দেয় সরকার।

প্রধানমন্ত্রী বলেন, ’৯৬ সালে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ থাকলেও বিএনপির আমলে সেটা কমে গেছে। ২০০৯ সালে  আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এখন ২৫ হাজার মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন হয়। শতভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে।  তাছাড়া শিক্ষার্থীদের বই, বৃত্তি, উপবৃত্তি দেওয়া হচ্ছে।

 

শেখ হাসিনা বলেন, তার সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। প্রতিবন্ধী, বয়স্ক, স্বামী পরিত্যক্তদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষকে ভাতা দিচ্ছে। কোটি মানুষের পারিবারিক কার্ড দেওয়া হয়েছে। এটা দিয়ে স্বল্পমূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পারে তারা। দেশের কোনো মানুষ দরিদ্র থাকবে না বলেও জানান তিনি।

 

বিডি/এন/এমকে


মন্তব্য
জেলার খবর