লুটপাট গোপন করতে সাইবার নিরাপত্তা আইন করেছে সরকার

রবি
১৪ সেপ্টেম্বর ২০২৩

সরকারের লুটপাট যাতে কোথাও প্রকাশ না হতে পারে, সেজন্য সাইবার নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভী। তিনি বলেছেন, বুধবার (১৩ সেপ্টেম্বর) সংসদে সাইবার সিকিউরিটি আইন পাস হয়েছে। বাকস্বাধীনতার জন্য এটি হুমকি। এতে সাংবাদিক ও সাধারণ মানুষ হয়রানির শিকার হতে পারেন।

 

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহীর ভুবন মোহন পার্কে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, সবাই বিরোধিতা করেছেন, সরকার কারো কথা শোনেনি। সাইবার নিরাপত্তা আইন পাস করে জরিমানা আরও বাড়িয়েছে। এ আইন ডিজিটাল সিকিউরিটি আইন থেকেও ভয়ংকর ও নির্মম।

 

সম্প্রতি প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদস্য না হয়েও দক্ষিণ আফ্রিকায় ব্রিকস ও ভারতে জি-২০ সম্মেলনে গেলেন, ঘুরে বেড়াচ্ছেন। কারণ তার পায়ের নিচে মাটি নেই।’

 

ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে রিজভী বলেন, দেশে ডেঙ্গু প্রকোপের জন্য দায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের মেয়ররা। তাদের উদাসীনতায় মশার প্রকোপ বেড়েছে। আর সরকার ও তার মেয়ররা পিকনিক করে বেড়াচ্ছেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর