আবারও সুযোগ পেলে প্রতিটি গ্রামকে শহরের মতো গড়ে তুলবেন বলে মন্তব্য করেছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা ছিল বলেই
গ্রাম পর্যায় পর্যন্ত উন্নয়ন করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার গণভবনে স্থানীয় সরকার দিবসের
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০০৯ সালে সরকার গঠনের পর স্থানীয় সরকারকে যথেষ্ট অর্থ বরাদ্দ দিয়ে তৃণমূলে
উন্নয়নের সুযোগ করে দেওয়া হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কষ্টের এ ফসল যেন
কেউ নষ্ট করতে না পারে। অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, সেভাবেই কাজ করতে হবে সবাইকে।
স্বাধীনতা ব্যর্থ হয়নি, ব্যর্থ হতেও আমরা দেব না।
তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করাই সবার দায়িত্ব। আস্থা বিশ্বাস ধরে রেখেই
কাজ করতে হবে। একইসঙ্গে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে।
আরআই