শূন্যরেখায় ঢুকে পড়া যুবককে গুলি, আনতে যাচ্ছিল ভারতীয় পণ্য

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৩

 

সাতক্ষীরা জেলার সদর উপজেলার ঘোনা এলাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী শূন্যরেখার মধ্যে ঢুকে পড়া এক যুবক সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আহত হয়েছে। হাবিবুর রহমান(৩০) নামে ওই যুবক ঘোনা ইউনিয়নের গাইনপাড়া গ্রামের ইয়াকুব আলী গাজীর ছেলে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 স্থানীয় বাসিন্দা ইমদাদুল ইসলাম জানান, অবৈধপথে ভারতের পাকিরডাঙা এলাকা থেকে ভারতীয় পণ্য আনতে যায় হাবিবুর রহমানসহ আরো কয়েকজন। রাত  টার দিকে তারা পাকিরডাঙা সীমান্তের নং মেইন পিলারের শূন্যরেখার মধ্যে ঢুকে পড়ে। বিষয়টি টের পেয়ে বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে হাবিবুর গুরুতর জখম হয়। সেখান থেকে তার সহযোগীরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন,  হাবিবুরের মাথা, দুই হাতসহ কয়েকটি স্থানে বুলেট লেগেছে। ঘোনা বিজিবি ক্যাম্পের সুবেদার সাহাবুদ্দিন জানান, বিষয়টি তিনি  শুনেছেন। বিস্তারিত পরে জানানো হবে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর