আইন প্রণয়ন হয় জনস্বার্থে

১৩ মার্চ ২০২১

কোনও আইনের বলে নয়, শেখ হাসিনার সরকার টিকে আছে জনমানুষের আস্থা ও ভালোবাসায়।  সরকার যে কোনও আইন প্রণয়ন করে জনস্বার্থে। ক্ষমতা টিকিয়ে রাখতেই বর্তমান সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করেছে– বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১২ মার্চ) রাজধানীর সংসদ ভবন এলাকায় সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে  ব্রিফিংকালে এই কথা বলেন।
 
ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ডিজিটাল সিকিউরিটির আইনগত কাঠামো রয়েছে। মত প্রকাশের স্বাধীনতা মানে অন্যের অধিকার হরণ নয়, নয় খেয়াল-খুশি মতো লেখা বা বলা। তিনি জানান, বলা বা লেখার ক্ষেত্রে সত্যতা এবং বস্তুনিষ্ঠতা থাকলে আইন কোনও বাধা নয়। তারপরও আইনের অপপ্রয়োগ যাতে না হয়, সেজন্য শেখ হাসিনার সরকার ইতোমধ্যে কঠোর নির্দেশনা দিয়েছেন। 

এমকে


মন্তব্য
জেলার খবর