দুই পুঁজিবাজারেই সূচকের পতন

রবি
১৪ সেপ্টেম্বর ২০২৩

দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সবগুলো সূচকের পতনের মধ্যদিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ কর্মদিবস। কমেছে সবগুলো সূচকের মান। তবে লেনদেন বেড়েছে ডিএসইতে। তবে কমেছে সিএসইতে।

 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

 

 

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৬৯৭ কোটি ৮ লাখ টাকার শেয়ারের, যা আগের দিন থেকে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

 

তবে কমেছে সূচক পয়েন্ট। বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার  ১৩৪ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর