রাশিয়ার রিুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে
ইউক্রেন। তবে রাশিয়াও ইউক্রেনের ড্রোন হামলা
প্রতিনিয়ত রুখে দিচ্ছে। ক্রিমিয়া উপদ্বীপের আকাশে ১১টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন
ধ্বংস করেছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য
জানিয়েছে। খবর তাসের।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে,ইউক্রেনের সেনারা কৃষ্ণ
সাগরে রাশিয়ার একটি নৌবহরেও নৌ-ড্রোন এবং ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে। ওই হামলায়
রাশিয়ার যুদ্ধজাহাজ 'ভ্যাসিল বাইকভ' ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেন বুধবারও ক্রিমিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সেভাস্তোপল শহরের জাহাজ
মেরামত পরিষেবা অঞ্চলে ১০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার বিমান প্রতিরক্ষা
ব্যবস্থা অবশ্য ৭টি ক্ষেপণাস্ত্র আটকে দিতে সক্ষম হয়েছে। বাকি ক্রুজ মিসাইলগুলো মেরামতাধীন
দুটি জাহাজে আঘাত হেনেছে। ওই জাহাজগুলো পরে মেরামত করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা
মন্ত্রণালয় জানিয়েছে।
পার্সটুডে/আরআই