দুই কারণে বছরে ক্যানসারে আক্রান্ত হচ্ছে আড়াই লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর ২০২৩

দেশে ক্যানসার আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। প্রতিবছরে আক্রান্ত হচ্ছে আড়াই লাখ মানুষ। আক্রান্ত হওয়ার কারণ হিসেবে খাদ্যে ভেজাল আর বায়ু দুষণকে দুষছেন দেশ-বিদেশের ক্যানসার বিশেষজ্ঞরা।

এদিকে প্রাণঘাতি এ রোগের চিকিৎসায় ব্যয় হচ্ছে মোটা টাকা। ক্যানসার জয় করতে এবং ক্রমবর্ধমান ক্যানসার রোগীর মুখে হাসি ফোটাতে সবাইকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

দুই দিনব্যাপী বাংলাদেশ ক্যানসার কংগ্রেসের কনফারেন্সে ক্যান্সারের কারণ, আক্রান্তের সংখ্যা জানানোসহ রোগটি জয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে কনফারেন্সের আয়োজন করে অনকোলজি ক্লাব।

কনফারেন্সে জানানো হয়, দেশে বর্তমানে বিপুল জনগোষ্ঠী রোগে আক্রান্ত। আক্রান্তের মধ্যে অধিকাংশই চিকিৎসার আওতার বাইরে। বাংলাদেশের বাইরে উন্নয়নশীল বিশ্বে ক্যানসার রোগীর ক্রমবর্ধমান সংখ্যা আশঙ্কাজনক।

কনফারেন্সে প্রতি জেলায় ক্যানসার ইউনিট গড়ে তোলার সরকারি সিদ্ধান্তের প্রশংসা করা হয়। পাশাপাশি তরুণ চিকিৎসকদের এ রোগের চিকিৎসায় এগিয়ে আসার আহবান জানানো হয়।

কনফারেন্সে বিশ্বের ১১টি দেশের ৪৭ জন বিখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ যোগ দেওয়ার পাশাপাশি ৯০০ ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক গবেষক উপস্থিত হয়েছেন।

 

বিডি/এনআর/এমকে


মন্তব্য
জেলার খবর