দীর্ঘ ২০ বছর আমেরিকার সাথে লড়ে আফগানিস্তানের ক্ষমতায় এসেছে তালেবান। দেশটির
ক্ষমতায় বসার পর তালেবানকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এমনকি কোনো দেশের
রাষ্ট্রদূতও ছিল না। অবশেষে প্রথমবারের মতো রাষ্ট্রদূত পেতে যাচ্ছে দেশটি। আফগানিস্তানে
নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে চীন। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর প্রথম
দেশ হিসেবে কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ দিল চীন। খবর আল জাজিরার।
তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে,
আফগানিস্তানের রাজধানী কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত ঝাও
জিং তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দের কাছে নিজের পরিচয়পত্র তুলে
ধরেন।
চীনের দূতকে স্বাগত জানাতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি
প্রেসিডেন্টের ভবনে আখন্দের সঙ্গে যোগ দেন।
তবে ঝাওয়েলের এ নিয়োগের পর তালেবান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে
কিনা তা নিয়ে বেইজিং এখনই কোনো ইঙ্গিত দেয়নি।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি আফগানিস্তানে
চীনের রাষ্ট্রদূতের স্বাভাবিক রদবদল। চীন ও আফগানিস্তানের মধ্যে সংলাপ ও সহযোগিতার
অগ্রগতি অব্যাহত রাখাই এর উদ্দেশ্য। আফগানিস্তান নিয়ে চীনের নীতি স্পষ্ট ও সংগতিপূর্ণ।
আরআই