গাজায় বোমা বিস্ফোরণ, নিহত ৫ ফিলিস্তিনি

রবি
১৫ সেপ্টেম্বর ২০২৩

ফিলিস্তিনের গাজায় বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া এ হামলায় অন্তত ২০ আহত হয়েছেন। শতাধিক লোকের সমাবেশে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে নিহতদের ইসরাইলি সীমান্তের পাশে দাফন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

 

ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরকটি বাড়িতে তৈরি একটি বোমা ছিল। একজন ‍যুবক এটি ‍ছুড়ে ফেলার চেষ্টা চালালে এটি বিস্ফোরিত হয়।

 

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, বিক্ষোভকারীরা আগে তাদের সেনাদের দিকে বিস্ফোরক ও গ্রেনেড নিক্ষেপ করেছিল। আত্মরক্ষার্থে সেনারা বিস্ফোরণ ঘটায়।

 

বিবিসির প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণের একটি দলে হঠাৎ করে বিস্ফোরণ ঘটায়। তবে সেখানে কোনো ইসরাইলি সেনাকে দেখা যায়নি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর