ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন

১৩ মার্চ ২০২১

ভবিষ্যতে রেলের গতি যাতে ১২০ কিলোমিটারে নিচে না নামতে হয়, সেই লক্ষ্যে রেলপথ সাজাচ্ছে সরকার। আর রেল ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী এবং মানুষের জন্য সহায়ক হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। শুক্রবার (১২ মার্চ) রাজশাহীর রেলভবন ও রেল স্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী বলেন, এজন্য ধীরে ধীরে প্রতিটি লাইনকে ডাবল লাইন করা হচ্ছে। ডাবল লাইন হলে কোনও ট্রেনকে অপেক্ষা করতে হবে না। একদিকে ট্রেন যাবে, অপর দিকে আসবে। তিনি জানান, রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত রেললাইন ডাবল করার পরিকল্পনা  আছে। খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেললাইন ডাবল করতে ডিপিপি তৈরির কাজ চলছে। জয়দেপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন করার কাজ চলছে। যমুনা নদীর ওপর ডুয়েল গেজ ডাবল লাইন ব্রিজ হচ্ছে, সেই ব্রিজের ওপর দিয়ে ১০০ কিলোমিটার মিটারগেজ ও ১২০ কিলোমিটার ব্রডগেজ গতি নিয়ে চলাচল করতে পারবে।

এসময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র  এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রমূখ উপস্থিত ছিলেন ।

এমকে
 


মন্তব্য
জেলার খবর