ঘাড়ের গার্ড বাধ্যতামূলক করল অস্ট্রেলিয়া

রবি
১৫ সেপ্টেম্বর ২০২৩

ক্রিকেট বল বেশ শক্ত। এ বল শরীরে লাগলে ঘটতে পারে বিপদ। এ জন্য ক্রিকেট খেলার সময় শরীরের বিভিন্ন জায়গায় গার্ড ব্যবহার করা হয়। বলের আঘাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিল হিউজ মারা যান। তার মৃত্যুর পর নিরাপত্তা আরো জোরদার করা হয়। ক্রিকেটারদের নিরাপত্তার জন্য এবার ঘাড়ের গার্ড বাধ্যতামূলক করেছে অস্ট্রেলিয়া।

 

দেশটির ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য নতুন এ নিয়ম প্রযোজ্য হবে। এটি বাধ্যতামূলকভাবে মানতে হবে ক্রিকেটারদের। না মানলে নিয়মানুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে। এ কেবল নারী নয় পুরুষদের জন্যও প্রযোজ্য হবে।

 

 

এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব অপারেশন পিটার রোচ বলেন, ক্রিকেটে মাথা ও ঘাড় রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডারদের অনেক বিস্তৃত আলোচনা ও পরামর্শের ভিত্তিতে আমরা এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর