মন্তব্য
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশ ৩শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে তাকে কালিগঞ্জ উপজেলার খারহাট এলাকা থেকে আটক করা হয়।
হাফিজুল ইসলাম একই এলাকার গফফার হোসেন গাজীর ছেলে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম কালিগজ্ঞের খারহাট এলাকার অভিযান চালায়। এ সময় তিনশ’ পিচ ইয়াবাসহ হাফিজুলকে আটক করা হয়। তাকে কালিগঞ্জ থানার হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে