মন্তব্য
পাবনার আটঘরিয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করা হয়েছে ২নং চাঁদভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশফিকুর রহমানকে। আর শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ১৭ নং কয়রাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা : ইয়াছমিন পারভীন।
সম্প্রতি প্রকাশিত প্রাথমিক শিক্ষায় উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয় মিলে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষকদের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী এ উপজেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হয়েছেন নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলহাজ্ব শফিউল্লাহ শফি। শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচন করা হয়েছে দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিলরুবা ইয়াসমিনকে।
বিডি/ আফতাব হোসেন/সি/এমকে