ডেঙ্গু এবছর ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় সারাদেশে ১৪ জন মারা গেছেন।
এ নিয়ে চলতি বছর ৮৪০ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের
ডেঙ্গুবিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে শনিবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, মারা যাওয়া ১৪ জনের মধ্যে মধ্যে রাজধানী ঢাকার ৫ জন, বাকি
৯ জন ঢাকার বাইরের। এ ছাড়া ২৪ ঘণ্টায় সারা দেশে ২৫৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৫৯৮ জনের
মধ্যে ঢাকায় ৮৮১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১৭১৭ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৬২ জনে।
২০২২ সালে ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে
ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে
ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
আরআই