রুশ-মার্কিন নভোচারী একসাথে মহাকাশ স্টেশনে

রবি
১৭ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছেন দুই রুশ ও এক মার্কিন নভোচারী। রুশ-আমেরিকার ইউক্রেন যুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে যৌথ মহাকাশ যাত্রা ভিন্ন মাত্রা যোগ করেছে।

 

রাশিয়ার মহাকাশ সংস্থা বলেছে, শুক্রবার রোসকসমস মহাকাশচারী ওলেগ কোনোনেনকো এবং নিকোলাই চুবসহ নাসার নভোচারী লোরাল ও’হারা কাজাখস্তানের বাইনোকুর কসমোড্রোম থেকে সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে উঠেছিলেন। তিন ঘন্টা পর মহাকাশ যানটি আইএসএসে পৌঁছেছে।

 

 

মহাকাশ স্টেশনে তারা তিন রাশিয়ান, দুই আমেরিকান, এক জাপানী নভোচারী এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার এক প্রতিনিধির সাথে দেখা করেন।

 

গত মাসে চাঁদে মহাকাশ যান পাঠায় রাশিয়া। কিন্তু তা ব্যর্থ হয়। এর পর মহোকাশে গেল নভোচারীরা। আইএসএস হচ্ছে আমেরিকা ও রাশিয়ার সহযোগিতার একটি ব্যতিক্রমী ভেন্যু।

 

আরআই


মন্তব্য
জেলার খবর