বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু, ডিজিএমসহ ৪ জন বরখাস্ত

১৩ মার্চ ২০২১

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়ার মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যানের মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুত সমিতির ডিজিএমসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে বৃহস্পতিবার  তাদের বরখাস্ত করা হয়। এদিকে এই ঘটনায় ডিজিএম (কারিগরি) রঞ্জন কুমার ঘোষকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বরখাস্তরা হচ্ছেন- ডিজিএম এনামুল হক, এজিএম মহিদুল ইসলাম মেহেদী, জুনিয়র প্রকৌশলী আরিফুল ইসলাম ও লাইনম্যান মনির হোসেন। কুষ্টিয়া পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সোহরাব আলী বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকালে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংযোগ বন্ধ নিশ্চিত না করেই লাইনম্যান ডিলু মিয়াকে মেরামত কাজের জন্য বৈদ্যুতিক খুঁটিতে ওঠানো হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) গোলাম মোস্তফা।

আরআই/এমকে

 


মন্তব্য
জেলার খবর