বিউটি পেজেন্ট শো মিস এভারগ্রিন বাংলাদেশের অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৬ সেপ্টেম্বর)। আর এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো ইয়েস কার্ড পেয়েছেন একজন ট্রান্সজেন্ডার নারী।
অন্য প্রতিযোগীদের সাথে ট্রান্সজেন্ডার নারী রাদিয়া তেহরিন উৎস ইয়েস কার্ডটি পান। বাংলাদেশে এই প্রথমবার কোনো ট্রান্সজেন্ডার নারী সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।
রাদিয়া তেহরিন উৎস বলেন, আমি খুবই উচ্ছ্বসিত। আমি বিশ্বের সামনে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে চাই। ট্রান্সজেন্ডার নারীদেরও সুন্দর, প্রতিভাবান এবং আমাদের অন্য যে কোনও মানুষের মতো শিক্ষা লাভের অধিকার আছে।
বিচারকদের মধ্যে ছিলেন মৌটুসী বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, অন্তু করিম, জাকিয়া সুলতানা কর্নিয়া, ইভান শাহরিয়ার সোহাগ। তারা বাইকে অবাক করে রাদিয়াকে সবুজ সংকেত দেন।
মিস ইন্টারন্যাশনাল কুইন প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বপ্ন দেখেন রাদিয়া। যা ট্রান্সজেন্ডার নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতা। প্রায় সারা বিশ্ব থেকে ট্রান্সজেন্ডার নারীরা সুন্দরি প্রতিযোগিতায় অংশ নিলেও বাংলাদেশের কেউ এখনও এর অংশ হতে পারেনি।