দোকানের দুটি ঝাঁপ বন্ধ, একটি আংশিক খোলা, ভেতরে পড়েছিল মেকানিকের লাশ

নীলফামারী প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩


নীলফামারীর সৈয়দপুরে শহিদুল ইসলাম (৪৫) নামের এক টিভি মেকানিকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নিজের দোকানে টুলের উপর লাশটি পড়েছিল।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে শহরের এক নং রেলগুমটি সংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। 

 শহিদুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার আলমপুর এলাকার মৃত হাসমত আলীর ছেলে। স্ত্রী ও ছোট মেয়েসহ সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

 সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, তার গলায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। 

শহিদুলের স্ত্রী বেবী নাজনীন জানান, তার স্বামী দোকানে যাওয়ার কথা বলে ভোরে বাসা থেকে বের হন। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে আশপাশের মানুষজনের কাছ থেকে লাশ পড়ে থাকার খবর পেয়ে দোকানে যান। দোকানের দুটি ঝাঁপ বন্ধ। একটি আংশিক খোলা। ভেতরে ঢুকে দেখা যায়, তার (শহিদুল) লাশ একটি টুলের ওপর পড়ে আছে। পরে লাশ সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


বিডি/রাশেদুল ইসলাম/ সি/এমকে 



মন্তব্য
জেলার খবর