সিনেমা দেখে নায়কের মত তো অনেকেই হতে চায়। তবে সেই চেষ্টা করতে গিয়ে খেসারত দিতে হলো ভারতের এক যুবককে।
সানি দেওলের ‘গদর ২’ সিনেমা দেখে ‘হিন্দুস্তান জ়িন্দাবাদ’ স্লোগান দেওয়ার খেসারত দিতে হলো ভারতের ছত্তীসগঢ়ের ভিলাইয়ের মালকিত সিংহ নামের এক যুবককে।
গত অগস্ট মাসে মুক্তি পেয়েছিল সানি দেওল অভিনীত ছবি ‘গদর ২’। গত এক মাসেরও বেশি সময় ধরে বক্স অফিসে মাথা উঁচু করে দারুণ ব্যবসা করে চলেছে অনিল শর্মা পরিচালিত এই সিনেমাটি। এখন পর্যন্ত ৫০০ কোটিরও বেশি আয় করেছে ‘গদর ২’। ‘গদর ২’ ছবি দেখে আবেগী হয়ে ‘হিন্দুস্তান জ়িন্দাবাদ’ স্লোগান দিয়ে মার খেয়ে মৃত্যু হয়েছে মালকিত সিংহের। বন্ধুদের হাতে বেধড়ক মার খেয়ে মৃত্যু হয়েছে তার।
ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, ‘গদর ২’ ছবি দেখে উদ্বুদ্ধ হয়েছিলেন মালকিত সিংহ। বন্ধুদের সামনেই তিনি বার বার ‘হিন্দুস্তান জ়িন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন। বার বার সেই স্লোগান শুনে বিরক্ত হয়ে যান মালকিতের বন্ধুরা। তারপরেই তাকে বেধড়ক মারধর করেন।
পরে গুরুতর আহত অবস্থায় মালকিতকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে রায়পুরের রামকৃষ্ণ কেয়ার হাসপাতালে রেফার করা হয়। তবে শেষরক্ষা হয়নি। বন্ধুদের হাতে মার খেয়েই গুরুতর আহত মালকিতের মৃত্যু হয়।
বন্ধুদের নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসার পরে মৃত যুবকের পরিবারের সদস্যরা ভিলাইয়ের খুরসিপার থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধও করা হয়।