পঞ্চগড়ে নিজেদের বসতবাড়ি রক্ষায় ও নিজেদের জানমালের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে জেলার তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারি এলাকার এক পরিবার। রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। বোয়ালমারি এলাকার বাসিন্দা ফজর ও জাহের আলী নামের দুই ব্যক্তি তাদের বসতবাড়ি দখলের পায়তারা করেছে বলে অভিযোগ।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য শামসুন নেহার বলেন, তার বাবা-মায়ের নামে ৪০ শতক জমি ছিল। তাদের মধ্যে বিয়ে বিচ্ছেদের পর বাবা তার ২০ শতক জমি ফজর আলী ও ফরিদ আলীর কাছে বিক্রি করে দেয়। বাকি ২০ শতকে আমরা বাড়ি করে আছি। সেটা দখল করার জন্য ফজর আলীর পরিবার আমাদের উপর হামলা করে দুইজনের পা ভেঙে দেয়। টাকা-পয়সা,স্বর্ণলঙ্কার, তার সনদপত্র নিয়ে যায় তারা। আমরা দুইবোন, এক ভাই। এখন কোথায় যাব, যাওয়ার কোন জায়গা নেই।
আরেক সদস্য শান্তি বেগম বলেন, দীর্ঘদিন ধরে ফজর আলী বাড়ি ছাড়ার হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে তেঁতুলিয়া থানায় জিডি করা হয়েছে। সম্প্রতি প্রয়োজনে বাড়ির ভেতরে থাকা গাছ কাটতে দেখে ফজর আলীসহ তার লোকজন বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে আমাদের মারপিট করে। এ ঘটনায় তেঁতুলিয়া থানায় ফজর আলীসহ ১২ জনের নামে একটি মামলা করেছি। মামলা করায় বিবাদিরা হুমকি দিচ্ছে।
এদিকে মানববন্ধনে পুলিশ সুপারের প্রতিনিধি পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন এসে ন্যায় বিচারের আশ্বাস দেন ভুক্তভোগেীদের। পরে তাদের হাতে শামসুন নেহার এজাহারের একটি কপি তুলে দেন।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে