মন্তব্য
পাবনার চাটমোহরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস (১৭ সেপ্টেম্বর) উদযাপন করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. তানজিনা খাতুন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- চাটমোহর পৌরসভার মেয়র এ্যাড সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম প্রমুখ।
এদিকে উপজেলা পরিষদের চত্বরে এদিন শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা।
বিডি/সি/এমকে