পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে সোনার ১৯টি বার, নগদ ২৪ হাজার ৬৯০ টাকা, একটা মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। এ সময় জুয়েল (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বারগুলোর ওজন ১৯ কেজি ৩০৩ গ্রাম।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার সীমান্ত পিলার ৭৫৫/৪ হতে দেড় কিলোমিটার অভ্যন্তরে প্রধানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। জুয়েল মাধুপাড়া এলাকার আফসার আলীর ছেলে।
জব্দকৃত মালামালের বাজার মূল্য ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা। নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্য ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেখঅনে অভিযান চালানো হয়। ঘাগড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ননী গোপাল পাল অভিযানের নেতৃত্ব দেন।
বিডি/সম্রাট হোসাইন/সি/এমকে