মাইক্রোবাসের ধাক্কায় আদিবাসী পথচারী নিহত

১৩ মার্চ ২০২১

গাইবান্ধা সংবাদদাতা

গাইবান্ধার সাদুল্লাপুরে মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় সাধীন মালটি নামের এক আদিবাসী পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন। শনিবার (১৩ মার্চ) সন্ধা ৬ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের  ধাপেরহাট বাজারের আখ সেন্টার এলাকায়  এই দুর্ঘটনা ঘটে। সাধীন মালটি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরাহাট গ্রামের (অনন্তপুর) বাসিন্দা, রবিন  মালটির ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি রজব আলী বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে আনা হয়েছে। তিনি জানান, সাধীন মালটিকে কয়েকদিন ধরে ধাপেরহাট এলাকায় ঘোরাফেরা করতে দেখেন এলাবাসী। হয়তো মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি।

 

আর/এমকে

 


মন্তব্য
জেলার খবর