আটঘরিয়ায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৩

পাবনার আটঘরিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে রোববার (১৭ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে  এ মেলা হচ্ছে।

এদিকে র‌্যালী ও আলোচনার সভার মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।  আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটে দেবোত্তর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম এসে শেষ হয়।

অডিটোরিয়ামে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মেহেদী হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রমুখ।

 

বিডি/আফতাব হোসেন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর