দক্ষিণ আফ্রিকায় শ্রমিকবাহী বাসের সাথে লরির সংঘর্ষে অন্তত ২০ জন খনি শ্রমিক
নিহত হয়েছেন। বাসটি ভেনেটিয়া খনির কর্মীদের নিয়ে আসা যাওয়ায় জড়িত ছিল বলে জানিয়েছেন
দেশটির উত্তর দিকে অবস্থিত লিম্পোপো প্রদেশের একজন পরিবহন কর্মকর্তা। তিনি জানান, ভেনেটিয়া
হলো দেশটির বৃহত্তম হীরার খনি। রোববার স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে
এএফপি।
ভোনগানি চাউকে নামের ওই পরিবহণ কর্তকর্তা আরো জানান, ‘বাসটি ও একটি লরির
সংঘর্ষ হয়। খনি থেকে ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে জিম্বাবুয়ে সীমান্তে থাকা গ্রামে
রোববার ৪টার দিকে এইদুর্ঘটনা ঘটে।’
তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানায়নি কর্তৃপক্ষ।
ভেনেটিয়া খনিটি বতসোয়ানে ও জিম্বাবুয়ে সীমান্তে অবস্থিত। সর্বশেষ ৩০ বছর
ধরে খনিটির কার্যক্রম পরিচালনা করে আসছে ডি বিরস গ্রুপ। খনিটি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম
খোলা খনি ছিল। তবে, হীরার সন্ধানে সেখানে ২০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে ডি বিরস
গ্রুপ। বর্তমানে সুড়ঙ্গ খুড়ে খনির কার্যক্রম চলছে। গ্রুপটির লক্ষ্য, বছরে ৪০ লাখ ক্যারেট
হীরা খনি থেকে উত্তোলন করা।
আরআই