জানুয়ারিতে বিপিএল আয়োজনের সম্ভবনা

১৩ মার্চ ২০২১

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর মাঠেই গড়ায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নভেম্বর ডিসেম্বরের দিকে সাধারণত অনুষ্ঠিত হয় বিপিএল। তবে করোনার প্রকোপ সেভাবে কমেনি। ফলে এবছরও অনুষ্টিত হওয়ার সম্ভবনা কম। নভেম্বরের বিপিএল দুই মাস পিছিয়ে হতে পারে আগামী বছরের জানুয়ারিতে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক শনিবার ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনই ইঙ্গিত দিয়েছেন।

ইসমাইল হায়দার জানান, ‘বিপিএলের জন্য আমাদের দুটি উইন্ডো খোলা আছে। কিন্তু সেই সময়ে জাতীয় দল যাবে পাকিস্তানে। ডিসেম্বরে নিউজিল্যান্ডের বাংলাদেশে আসার জোরালো সম্ভাবনা রয়েছে।  এজন্য বিপিএল পিছিয়ে জানুয়ারিতে হতে পারে।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর