আইজিপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশে জঙ্গি উত্থানের কোনো আশঙ্কা নেই। এমন কোন তথ্য নেই পুলিশের কাছে। তারপরও জঙ্গিরা যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে কাজ করছে গোয়েন্দা সংস্থা, র্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিট।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রংপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশ প্রধান।
জঙ্গিবাদ নির্মূলে পুলিশি তৎপরতার উদাহরণ টেনে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের পুলিশ জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে রয়েছে। জঙ্গিরা কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির আগেই ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে পুলিশ। নির্বাচন ঘিরে দেশের মানুষের জানমাল অনিরাপদ করার যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার সক্ষমতা পুলিশের রয়েছে বলেও জানান পুলিশ প্রধান।
বিডি/এন/এমকে