সৈয়দপুর রেলওয়ে বিভাগের বিদ্যুৎ অফিসের মিটার রিডার ফারুক হোসেনকে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রেলওয়ে কারখানার শ্রমিকরা। সমাবেশ থেকে এ ঘটনায় জড়িত বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী (ডিইই) খায়রুল ইসলামের বিচার দাবি করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রেলওয়ে কারখানার বিভিন্ন সপ (উপ-কারখানা) থেকে মিছিলটি বের হয়। মিছিল শেষে বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) এর কার্যালয়ের সামনে সমাবেশ হয়।
এসময় রেলওয়ে শ্রমিকলীগ নেতারা সাধারণ শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করেন। সমাবেশে বক্তব্য দেন- রেলওয়ে শ্রমিকলীগ কারখানা শাখার সভাপতি নুরুল ইসলাম, অতিরিক্ত সম্পাদক ছালেহ উদ্দিন ও ওপেন লাইন শাখার সভাপতি দেলোয়ার হোসেন।
এদিকে ডিএস সাদেকুর রহমান সমাবেশে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবিগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার কথা জানান। সেই সঙ্গে সঙ্কট সমাধানের আশ্বাস দেন।
জানা যায়, গত শনিবার অভিযুক্ত খায়রুল ইসলাম তার অফিসে মিটার রিডার ফারুক হোসেনকে ডেকে নিয়ে দীর্ঘ ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনার প্রতিবাদ করলে তাকে বেদম মারপিট করা হয়।
বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী খায়রুল ইসলাম বলেন, মিটার রিডার ফারুক বিল রিডিংয়ে নয়ছয় করার কারণে আমার রেলওয়ের বাসভবনের বিদ্যুতের বিল প্রতিমাসে অন্যান্য কর্মকর্তাদের তুলনায় অতিরিক্ত আসে। এ বিষয়ে ফারুককে জিজ্ঞেসা করলে সে অসদাচরণ করে। আমাকে নানা হুমকি ধামকি দেয়। নিজের অপকর্ম আড়াল করতে মারধরের ভূয়া অভিযোগ তুলে আমাকে বিতর্কিত করার অপচেষ্টা করছে সে। অভিযুক্ত ফারুক হোসেন গণমাধ্যমে কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
ওদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলাকালে সংবাদমাধ্যমকর্মীদের কারখানায় প্রবেশে বাধা দেওয়া হয়। গেটে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএবি) সদস্য তোতা জানান, সাংবাদিক প্রবেশে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা আছে।
বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে