সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩


সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল নামক স্থানে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটির চালক নিলকন্ঠ সরদার (৪৫) নিহত হয়েছে। 

সোমবার (১৮ই সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে ।

নিলকণ্ঠ সরদার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরখালি ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের বিশ্বনাথ সরদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায় , দুর্ঘটনায় গুরত্বর আহত মোটরসাইকেলের চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাশেদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।


পাটকেলঘাটা থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণপদ সমাদ্দার জানান, ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।


বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর